Ticker

10/recent/ticker-posts

computer basic information.computer সম্পর্কে যেনে নিন অনেক তথ্য যেমন ,Operating System কীকয়েকটি, Operating System এর কিছু নাম,কম্পিউটারের বুটিং প্রসেস কী? স্টার্ট আপ ডিস্ক কী?,Windows কী?, Windows অপারেটিং সিস্টেমের ভার্সনগুলো কী কী?,

 


1.Operating System কী?

 Operate (চালানো) থেকে Operating শব্দের উৎপত্তি। Operating শব্দের আভিধানিক অর্থ হল পরিচালনা করা। আর System শব্দের অর্থ হল পদ্ধতি। Operating System বলতে কম্পিউটার পরিচালনা করার পদ্ধতিকে বুঝায়।

Operating System কম্পিউটারের সমস্ত অংশ নিয়ন্ত্রণ করে।


2.কয়েকটি Operating System এর নাম লেখ?

 উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, ম্যাক ওএস, পাওয়ার ওপেন প্রভৃতি।


3.স্টার্ট আপ ডিস্ক কী?

 অপারেটিং সিস্টেমের যেসব ফাইল লোডিং এর মাধ্যমে কম্পিউটার চালু হয় সেগুলো হচ্ছে স্টার্ট আপ ফাইল এবং কম্পিউটারের যে স্মৃতিতে এই স্টার্ট আপ ফাইলগুলো সংরক্ষিত থাকে তা হচ্ছে অপারেটিং সিস্টেম। সাধারণত GUI ইন্টারফেস সমৃদ্ধ উইন্ডোজের স্টার্ট আপ ডিস্ক হিসেবে হার্ড ডিস্ক এবং DOS মোডের জন্য স্টার্ট আপ ডিস্কেট হিসেবে ফ্লপি ডিস্ক ব্যবহৃত হয়।


4.Windows কী?

 Windows হল Microsoft Corporation কর্তৃক বাজারজাতকৃত একটি শক্তিশালী Operating System.

Windows Operating System-এর অধীনে অনেকগুলো Application Software থাকে, যা সে পরিচালনা করে থাকে।

এখানে Application Software গুলো পরিচালনাসহ সকল কাজ Mouse Keyboard এর সমন্বয়ে খুব সহজে করা যায়। 


5.Windows অপারেটিং সিস্টেমের ভার্সনগুলো কী কী?

উইন্ডোজ এর বিভিন্ন ভার্সন রয়েছে। যেমন- Windows 98, Windows 2000, Windows ME/XP/Vista/Windows-7/Windows-8/Windows-10/Longhorn, বর্তমানে নতুন ব্যবহৃত উইন্ডোজ হচ্ছে Windows10 এ ছাড়াও নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম হল Windows NT.অপারেটিং সিস্টেমের ভিন্নতার দরুন একে নানা ধরনের ভার্সনে ভাগ করা হয়। উইন্ডোজ ৯৫ এর আগেরকার অপারেটিং সিস্টেমগুলো ছিল ১৬ বিটের। এরপর ৯৫, ৯৮, ২০০০, এম ই এনটি এই সংস্করণগুলো ছিল ৩২ বিটের। বর্তমানে উইন্ডোজ-১০ বাজারে আছে। এটি ৬৪ বিটের অপারেটিং সিস্টেম এবং অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোর চেয়ে সর্বাপেক্ষা বেশি পারফরমেন্স দিতে সক্ষম। মাইক্রোসফট পরবর্তীতে উইন্ডোজ লংহর্ন এডিশন বাজারে ছাড়বার পদক্ষেপ নিচ্ছে।


6.কম্পিউটারের বুটিং প্রসেস কী?

 কম্পিউটার অন করার পর যে কাল স্ক্রিনে কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আসতে থাকে, তাই কম্পিউটারের বুটিং প্রসেস। এ সময়ে স্টার্ট আপ ডিস্ক হতে তথ্য র‍্যামে চলে আসে এবং বায়োস,

Autoexec.bat, Configsys ইত্যাদি ফাইলগুলো লোড হয়।


(ধন্যবাদ আপনাদের আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য)

Post a Comment

0 Comments